কম্পিউটারকে ভাইরাসের আক্রমন থেকে বাঁচাতে কত চেষ্টাই না আমরা করে থাকি।টাকা খরচ করে অ্যান্টিভাইরাস ব্যবহার করি।অনেকে আবার অনলাইন থেকেই বিভিন্ন নামি দামি অ্যান্টিভাইরাসের "trial version" ব্যবহার করে থাকি।কিন্তু জানেন কি গুগল ক্রোম(Google Chrome)ব্যবহার করে বিনামূল্যে পেয়ে যেতে পারেন ইন্টারনেট সিকিউরিটি এবং ব্রাউজার সুরক্ষা।আসুন জেনে নেই কিভাবে গুগল ক্রোমে চালু করবেন ম্যালওয়্যার(Malware) স্ক্যানিং ফিচার।
♣️গুগল ক্রোম ব্রাউজার Open করুন।
♣️ক্রোমের ডানদিকে উপরের মেনুতে ক্লিক করুন।
♣️এবার "Settings" এ ক্লিক করে Advance সিলেক্ট করুন।
♣️এবার একদম নিচে "Clean up Computer" নামে একটি অপশন দেখতে পাবেন,এতে ক্লিক করুন।এখন "Find and remove harmful software" অপশনে ক্লিক করুন।
♣️তারপর Find এ click করলে ক্রোম আপনার কম্পিউটারে "ম্যালওয়্যার স্ক্যান"শুরু করবে।
♣️Scan শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায়,তবে সেটিকে Remove করার জন্য বলবে।আর যদি কিছু না পাওয়া যায় তাবে জানিয়ে দেবে "No harmful software found"
♣️ক্রোমের ডানদিকে উপরের মেনুতে ক্লিক করুন।
♣️এবার "Settings" এ ক্লিক করে Advance সিলেক্ট করুন।
♣️এবার একদম নিচে "Clean up Computer" নামে একটি অপশন দেখতে পাবেন,এতে ক্লিক করুন।এখন "Find and remove harmful software" অপশনে ক্লিক করুন।
♣️তারপর Find এ click করলে ক্রোম আপনার কম্পিউটারে "ম্যালওয়্যার স্ক্যান"শুরু করবে।
♣️Scan শেষ হয়ে গেলে যদি কিছু খুঁজে পাওয়া যায়,তবে সেটিকে Remove করার জন্য বলবে।আর যদি কিছু না পাওয়া যায় তাবে জানিয়ে দেবে "No harmful software found"
এখন থেকে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্যানের জন্য ক্রোমের এড্রেসবারে chrome://settings/cleanup লিখে এন্টার প্রেস করলেই অটোমেটিক্যালি স্ক্যান শুরু হয়ে যাবে।
তবে এই অপশনটি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কাজ না করে তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের Chrome Browser টি আপডেট করে নিন।
তবে এই অপশনটি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কাজ না করে তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের Chrome Browser টি আপডেট করে নিন।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।
إرسال تعليق