স্মার্টফোনে আমরা প্রায় এমন সব এপস ব্যবহার করি যেগুলো আসলে আমাদের অজান্তে আমাদের ফোনের ক্ষতি করে। যেমন ধরুন আপনি একটি Battery Saving apps ডাউনলোড করলেন। অথচ সেই অ্যাপসটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে আরো বেশি ব্যাটারি চার্জ খরচ করে ফেলে। তাই Play store থেকে Apps ডাউনলোডের সময় যাচাই করে নেওয়া প্রয়োজন,যা বলা হচ্ছে সেই কাজ করতে অ্যাপসটি সক্ষম কিনা।
আসুন জেনে নেই এমন কিছু Apps এর নাম যা মূলত ব্যাকগ্রাউন্ডে চলে আপনার ফোনের চার্জ অযথা নষ্ট করে।
Clean master:
এটি একটি ব্যাটারি সেভার,Speed booster ও ফোনের অপ্টিমাইজার।কিন্তু এধরনের কোনো কাজেই করেনা এই অ্যাপস।অথচ আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে আপনার ফোনকে স্লো করে দিতে ওস্তাদ clean master
এটি একটি ব্যাটারি সেভার,Speed booster ও ফোনের অপ্টিমাইজার।কিন্তু এধরনের কোনো কাজেই করেনা এই অ্যাপস।অথচ আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে আপনার ফোনকে স্লো করে দিতে ওস্তাদ clean master
Es file explorer:
অ্যান্ড্রয়েডে সবথেকে জনপ্রিয় ফাইল xplayer হচ্ছে ES File Explorer।কিন্তু এই অ্যাপ এর ফ্রি ভার্সনটি ভর্তি অ্যাডওয়্যার আর ব্লোটওয়ার।এছাড়াও ক্রমাগত অন্য অ্যাপস ডাউনলোডের জন্য জিজ্ঞাসা করতে থাকে ES File Explorer।যার কারণে এটি আপনাকে যতটুকু সুবিধা দেয় না,তার থেকেও বেশি আপনার ফোনের ক্ষতি করে থাকে এবং আপনার ফোনকে স্লো করে দেয়।
অ্যান্ড্রয়েডে সবথেকে জনপ্রিয় ফাইল xplayer হচ্ছে ES File Explorer।কিন্তু এই অ্যাপ এর ফ্রি ভার্সনটি ভর্তি অ্যাডওয়্যার আর ব্লোটওয়ার।এছাড়াও ক্রমাগত অন্য অ্যাপস ডাউনলোডের জন্য জিজ্ঞাসা করতে থাকে ES File Explorer।যার কারণে এটি আপনাকে যতটুকু সুবিধা দেয় না,তার থেকেও বেশি আপনার ফোনের ক্ষতি করে থাকে এবং আপনার ফোনকে স্লো করে দেয়।
CLEAN it:
এটি একটি junk cleaner apps।আপনার স্মার্টফোনের স্পীড বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই অ্যাপসটি।অথচ এটি আপনার ফোনকে স্লো ও ব্যাটারি নষ্ট করতে এক্সপার্ট।তাই CLEAN it থেকে সবসময় দূরে থাকাই ভালো।
এটি একটি junk cleaner apps।আপনার স্মার্টফোনের স্পীড বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই অ্যাপসটি।অথচ এটি আপনার ফোনকে স্লো ও ব্যাটারি নষ্ট করতে এক্সপার্ট।তাই CLEAN it থেকে সবসময় দূরে থাকাই ভালো।
Quick pic:
এটি একটি জনপ্রিয় গ্যালারি apps।গত কয়েক বছরে এই apps গ্রাহকদের ফোনের সকল ডাটা নিজেদের সার্ভারের ডাটাবেজে পাঠিয়ে দিয়েছিল।তো বুঝতেই পারছেন এই অ্যাপসটি ইউজ করলে আপনার প্রাইভেসী নষ্ট হওয়ার একটি আশঙ্কা থাকবে।
এটি একটি জনপ্রিয় গ্যালারি apps।গত কয়েক বছরে এই apps গ্রাহকদের ফোনের সকল ডাটা নিজেদের সার্ভারের ডাটাবেজে পাঠিয়ে দিয়েছিল।তো বুঝতেই পারছেন এই অ্যাপসটি ইউজ করলে আপনার প্রাইভেসী নষ্ট হওয়ার একটি আশঙ্কা থাকবে।
DU Battery Saver and Fast Charge:
এই অ্যাপসটি ব্যাটারি সেভার হলেও,এটি আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে দিতে পারে।এছাড়াও এই অ্যাপসটি দাবি করে যে আপনার ফোনের ব্যাটারি ফাস্ট চার্জ করতে সাহায্য করবে।অথচ এ ধরনের কাজ কোন অ্যাপসই করতে পারেনা।অন্যদিকে অবিরত adds,Notification লক স্ক্রিনে চলতে থাকে।যা আপনার ফোনের ব্যাটারির চার্জ অযথা নষ্ট করে।
এই অ্যাপসটি ব্যাটারি সেভার হলেও,এটি আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে দিতে পারে।এছাড়াও এই অ্যাপসটি দাবি করে যে আপনার ফোনের ব্যাটারি ফাস্ট চার্জ করতে সাহায্য করবে।অথচ এ ধরনের কাজ কোন অ্যাপসই করতে পারেনা।অন্যদিকে অবিরত adds,Notification লক স্ক্রিনে চলতে থাকে।যা আপনার ফোনের ব্যাটারির চার্জ অযথা নষ্ট করে।
Photo Collage:
এই Apps দিয়ে আপনি ফটো কোলাজ বানাতে পারবেন। এ অ্যাপসে ও চলতে থাকে একাধিক বিজ্ঞাপন। এছাড়াও Play store রয়েছে কয়েক শ Antivirus apps।অথচ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এন্টিভাইরাসের কোন প্রয়োজনই হয় না।
এই Apps দিয়ে আপনি ফটো কোলাজ বানাতে পারবেন। এ অ্যাপসে ও চলতে থাকে একাধিক বিজ্ঞাপন। এছাড়াও Play store রয়েছে কয়েক শ Antivirus apps।অথচ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এন্টিভাইরাসের কোন প্রয়োজনই হয় না।
এই অ্যাপস গুলো কোন খারাপ Apps নয় কিন্তু আপনার Android ফোনের জন্য অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক। তাই এগুলো ব্যবহার না করাই ভালো এরপরও যদি মনে হয় আপনি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন Antivirus software আপনার ফোনকে নষ্ট করে দিতে পারে।
উপরোক্ত পোস্টটি কোন কোম্পানির Apps কে হেয়পতিপন্ন করার জন্য দেওয়া হয়নি।শুধুমাত্র ইউজারদেরকে এগুলোর কাজ সম্পর্কে বিশ্লেষণ করার জন্যই বা সচেতন করার জন্যই পোস্টটি করা হয়েছে।
পোষ্টটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।
إرسال تعليق