সাজগোজের জন্য আমরা সকলেই আয়না ব্যবহার করে থাকে।কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি লিফটের মধ্যে কেন আয়নার ব্যবহার করা হয়।লিফটের মধ্যে আয়নার ব্যবহার অনেকদিন আগে থেকেই চলে আসছে।কিন্তু কেন লিফটে আয়না ব্যবহার করা হয় তা আমরা কেউ জানিনা।মাঝে মাঝে এটি জানার জন্য আমাদের মনে একটি কৌতূহল জেগে ওঠে।আজ আমরা এটা সম্পর্কে জানব।
লিফটে আয়না বিভিন্ন কারণে ব্যবহার করা হয়।যেমনঃ
হুইলচেয়ারঃ
আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদের খুব সাহায্য হয়।লিফটের ভিতর এগিয়ে আসতে বা পিছনে যাওয়ার প্রয়োজন হলে আয়না দেখে খুব সহজেই তারা পেছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।
হুইলচেয়ারঃ
আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদের খুব সাহায্য হয়।লিফটের ভিতর এগিয়ে আসতে বা পিছনে যাওয়ার প্রয়োজন হলে আয়না দেখে খুব সহজেই তারা পেছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।
সুরক্ষাঃ
লিফটের আয়না রাখার পেছনে মূল কারণ সুরক্ষা।আপনার পাশের বা পিছনের ব্যক্তি কি করছে মুখ ঘুরিয়ে তা দেখা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু আয়না থাকলে খুব সহজেই তা জানতে পারবেন।প্রথমদিকে লিফট থাকতো অভিজাতদের বাড়ি এবং বিলাসবহুল হোটেলে। সেখানে তাদের প্রাণসংশয় থাকতো।সে ভয় কাটাতে আয়না লাগানো হয়।
লিফটের আয়না রাখার পেছনে মূল কারণ সুরক্ষা।আপনার পাশের বা পিছনের ব্যক্তি কি করছে মুখ ঘুরিয়ে তা দেখা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু আয়না থাকলে খুব সহজেই তা জানতে পারবেন।প্রথমদিকে লিফট থাকতো অভিজাতদের বাড়ি এবং বিলাসবহুল হোটেলে। সেখানে তাদের প্রাণসংশয় থাকতো।সে ভয় কাটাতে আয়না লাগানো হয়।
একঘেয়েমিঃ
যাদের অফিস বহুতলের অনেকটা উপরে,অনেকটা সময় তাদের লিফটে কাটাতে হয়। সেই সময়টা যদিও এমন বেশি কিছু নয়।তা সত্বেও ঐ সময়টুকুই তাদের কাছে লিফটে থাকাটা বিরক্তির হয়ে দাঁড়ায়।কারণ ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না।আর এই একগুয়ামি কাটাতে আয়নার তুলনা হয়না।নিজেকে দেখতে দেখতেই কখন যে গন্তব্য ফ্লোরে পৌছে যাবেন টেরি পাবেন না।
যাদের অফিস বহুতলের অনেকটা উপরে,অনেকটা সময় তাদের লিফটে কাটাতে হয়। সেই সময়টা যদিও এমন বেশি কিছু নয়।তা সত্বেও ঐ সময়টুকুই তাদের কাছে লিফটে থাকাটা বিরক্তির হয়ে দাঁড়ায়।কারণ ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না।আর এই একগুয়ামি কাটাতে আয়নার তুলনা হয়না।নিজেকে দেখতে দেখতেই কখন যে গন্তব্য ফ্লোরে পৌছে যাবেন টেরি পাবেন না।
ক্লসট্রোফোরিয়াঃ
ছোট এবং বদ্ধ স্থানে ভয়।অনেকেরই এই ফোরিয়া আছে।যার জন্য তারা লিফটে উঠতে ভয় পান।এই ভয় কাটাতে কাজ করে আয়না।আয়না লাগানো থাকলে লিফটে অনেকটাই জায়গা আছে মনে হয়।ভিতর আটকে পড়ার ভয়টা অনেকটা কমে আসে।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।
ছোট এবং বদ্ধ স্থানে ভয়।অনেকেরই এই ফোরিয়া আছে।যার জন্য তারা লিফটে উঠতে ভয় পান।এই ভয় কাটাতে কাজ করে আয়না।আয়না লাগানো থাকলে লিফটে অনেকটাই জায়গা আছে মনে হয়।ভিতর আটকে পড়ার ভয়টা অনেকটা কমে আসে।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।
إرسال تعليق