pic of hand
মাছ-সবজি কিংবা ঈদের সময় মাংস কাটতে গিয়ে হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে পারে।যা মারাত্মক ক্ষতির কারণ হয়ে থাকে।এমন সময় দ্রুত রক্তপাত বন্ধের প্রয়োজন পড়ে।এই পরিস্থিতি থেকে বাঁচতে শিখে নিন কিভাবে সহজে এবং ঘরোয়া উপায়ে রক্তপাত বন্ধ করবেন।
বরফঃ
রক্তপাত বন্ধের সহজলভ্য একটি উপায় হলো বরফ।কেটে যাওয়া স্থানে কয়েকটি বা একটি বরফের টুকরো চেপে ধরে রাখুন।কিছুক্ষণ পরেই দেখতে পাবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।
কফি পাউডারঃ
সকালের ঘুম ভাঙ্গার পর একটা কফি দিয়ে অনেকেই দিন শুরু করেন।এই কফির গুঁড়ো রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকর।যে স্থান থেকে রক্ত পড়ছে সেখানে খানিকটা কফির গুঁড়ো ছিটিয়ে দিন।দেখবেন কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে গেছে।
টি-ব্যাগঃ
হঠাৎ করে হাত বা পা কেটে গেলে সেই জায়গায় ব্যবহৃত টি-ব্যাগ অথবা নতুন টি-ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে লাগিয়ে রাখুন।কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং কাটা জায়গায় ঠাণ্ডা ধরনের অনুভূতি দেবে।
লবণ পানিঃ
লবণপানি ভালো প্রাকৃতিক প্রতিষেধক।কিছু পানির মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিন।এবার কাটা হাতটি পানিতে ডুবিয়ে রাখুন।প্রথম একটু জ্বালাপোড়া করবে কিন্তু কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যাবে।
হলুদের গুঁড়োঃ
রান্না করার সবচেয়ে সহজলভ্য উপাদান হল হলুদ।এই হলুদ দিয়ে খুব সহজে রক্ত বন্ধ করা যায়।হলুদ প্রাকৃতিক এন্টিসেপ্টিক।কাটা স্থানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে নিন দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم