আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার Friends এবং অন্যদের কাছ থেকে আপনার ফোনের প্রাইভেসি রক্ষা করবেন কোন সফটওয়্যার ছাড়াই।
আমাদের প্রত্যেকের ফোনে  কিছু Personal data থাকে।আমরা সাধারণত এগুলো অন্যদের দেখাতে চায় না।কিন্তু মাঝে মাঝে আমাদের ফোনটি অন্যদেরকে দিতে হয়, তখন আমাদের ফোনের Privacy নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। আজ আমি আমার এই ট্রিকসের মাধ্যমে দেখাবো কিভাবে অন্যদের আপনার ফোন দিলেও আপনার ফোনের Privacy নষ্ট হওয়ার কোন আশঙ্কায় থাকবে না।
আসুন দেখেনি কিভাবে আমরা এটা করব
💀এজন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের ফোনের Settings অপশনে।
💀Settings এ যাওয়ার পর আমাদের যেতে হবে Security অপশনে।
💀Security অপশনে যাওয়ার পর আমাদের যেতে হবে Screen Pinning নামক একেবারে নিচের দিকের অপশনটিতে।
💀Screen Pinning অপশনটি অন করে দিন।
💀এখন আপনার ফ্রেন্ড যে অ্যাপটি Use করতে চাই তাতে ক্লিক করুন এবং আপনার ফোনের রিসেন্ট বাটন দ্বারা ব্যাক করুন
💀Recent Button দ্বাড়া Back করলে অনেকগুলো Window শো করবে। এরমধ্যে থেকে আপনি আপনার friend কে যে apps ইউজ করতে দিবেন তার ওপরে থাকা Pin বাটনে ক্লিক করুন।
💀এখন আপনার ফোনের সকল বাটন লক হয়ে যাবে। আপনার ফ্রেন্ড চাইলেও ব্যাক করে অন্য কোন অ্যাপস ইউজ করতে পারবেনা।
💀আপনি আবার Unlock করতে চাইলে Back Button ক্লিক করে ধরে রাখুন। তাহলে আপনার ফোন Unlock হয়ে যাবে। আপনি আবার যেকোনো Apps Use করতে পারবেন।
💀💀প্রয়োজনে ভিডিওটি দেখুন💀💀

আমার কন্টেন্টটি ভালো লাগলে আমার চ্যানেলটি Subscribe করবেন এবং আমার ওয়েবসাইটে আপনার ইমেইল সাবমিট করে দিবেন,যাতে আমার পরবর্তী পোস্টগুলো আপনি আপনার ইমেইলের মাধ্যমে পেয়ে যান। এবং অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক করবেন।
লেখার মধ্যে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Content Creator
শামীম হোসেন বাদল

Post a Comment

Previous Post Next Post