this a book of story
এক বনের ভিতর একটি নদী ছিল।নদীর পাশে ছোট্ট একটি টিলা ছিল।টিলার পাদদেশে সবুজে ভরা ছোট্ট একটি মাঠ আছে।মাঠে চড়ে বেড়াতো দুটি গরু।গরু দেখতে বেশ নাদুস-নুদুস ছিল তবে বেশ শক্তিশালীও।তাদের ভিতর ছিল বেশ বন্ধুত্ব। একজন আরেকজনের বিপদে সবসময়ই এগিয়ে আসতো।দুজন মনের সুখে মাঠের ঘাস খেত আর খেলা করত।
কিন্তু সমস্যা ছিল একটি।ওই মাঠের ঘাস দিয়ে তাদের ছয় মাস চলত।তাই বাকি ছয় মাস খাওয়ার জন্য তাদেরকে নদী পার হয়ে ওপারে যেতে হতো।সেখানে যেতে অনেক কষ্ট হতো।তবু দুই বন্ধু মিলে মিশে আনন্দ করতে করতে চলে যেত।
এই বনে একটি বাঘ ছিল।নাদুস-নুদুস গরু দুইটি দেখে তার খুব লোভ হত।কিন্তু সে জানতোও শক্তিশালী দুটি গরুর বিরুদ্ধে একা পেরে উঠবে না।তাই লোভ সামলিয়ে রাখতো।বাঘটি লোভ সামলিয়ে রাখলেও সে সর্বদা ভাবতো কি করে গরু দুটি ভোগ করা যায়।
একদিন বাঘটি দেখল গরু দুটি মাঠের দুই প্রান্তে, সে এই সুযোগ নিল।বাঘটি পাশের প্রান্তে থাকা গরুটির কাছে গেল এবং খুব বিনয়ের সাথে নানান কথা বলে ভাব জমালো।তারপর জিজ্ঞাসা করল এই মাঠের ঘাস তাদের কতদিন যায়।গরুটি বলল-ছয় মাসের মতো।বাঘটি বলল নিশ্চয়ই খুব কষ্ট করে নদীর ওপারে যেতে হয়।হ্যাঁসূচক মাথা নাড়ল গরুট
বাঘটি এইবার তার কুবুদ্ধি প্রয়োগ করল।বাঘটি গরুটিকে বললো তুমি চাইলে এ মাঠে সারা বছর আনন্দে ঘাস খেয়ে যেতে পারো।গরুটি অবাক চোখে বাঘটির দিকে তাকালো।তারপর জানতে চাইল কিভাবে।বাঘটি সুচতুরভাবে বলল যদি আমি তোমার বন্ধটিকে মেরে নিয়ে যায়,তাহলে তুমি আনন্দে সারা বছর এখানে ঘাস খেয়ে কাটাতে পারবে।কষ্ট করে আর ওপারে যেতে হবে না।
গরুটি প্রথমে প্রতিবাদ করলেও বাঘের চতুরতার কাছে হেরে গেলো।লোভ তাকে খুব পেয়ে বসল। কিছু না ভেবে রাজি হয়ে গেল।বাড়তি আনন্দে আত্মহারা হয়ে পড়ল।অপর পাশের গরুটিকে সে আক্রমণ করল।বাঁচার জন্য গতুটি তার বন্ধুর সাহায্য চাইল।বন্ধুটির না শুনার ভান করে খেয়ে যেতে লাগলো।বাঘটি গরুটিকে মেরে বনের ভিতর নিয়ে গেল।
বাঘটি একমাস আরাম-আয়েশে খেয়ে আবার ফিরে আসলো।এসে দেখে এই গরুটি আরো বেশি নাদুস-নুদুস হয়েছে।বাঘ এবার তার উপর আক্রমন করল।গরুটি বাঘের দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিল।বাঘ শুধু মুচকি হাসতে লাগল।গরুটির কানে তখন তার বন্ধুর সেই করুণ চিৎকার আসতে লাগলো।
গল্প থেকে শিক্ষাঃ
অতিথি বন্ধুর মিষ্টি কথায় সর্বদা পাশে থাকা বন্ধুকে ভুলে যাওয়ার মানে,নিজেকেই ভুলে যাওয়া।আর মনে রাখা উচিত লোভ সর্বদা বিপদ ডেকে আনে।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন

Post a Comment

Previous Post Next Post