নিমপাতার image


🌐কালো আঁচিল দূর করা:
দুই থেকে তিন পোঁটা নিমের তেল পানিতে মিশিয়ে কালো আঁচিলে নিয়মিতভাবে লাগালে চিরতরে কালো আঁচিল দূর হয়ে যায়

🌐খুশকি তাড়াতে:
পরিমিত পানি ও নিমপাতা সিদ্ধ(যতক্ষণ পানি নীল না হচ্ছে)করে গোসলের সময় চুল সেম্পু দিয়ে ধোঁয়ার পর ঐই পানি দিয়ে মাথা পরিষ্কার করলে চিরতরে খুশকি দূর হয়ে যায়

🌐চোখের সমস্যা:
কিছু নিমপাতা সিদ্ধ করে পানিটুকু ছেকে ঠান্ডা করে চোখ ধুয়ে নিন‌‌‌‌‌ ‌‌‌| এতে করে চোখের প্রদাহ,ক্লান্তি এবং লালচে ভাব দূর হবে

🌐ব্রন তাড়াতে:
নিমপাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দিন|যতদিন ব্রন না শুকাচ্ছে ততদিন এভাবে লাগান এতে করে মুখের ফুসকুড়ি,ডার্ক স্পট এবং অনেকদিনের ঘা ভালো হয়ে যাবে

🌐কানপোঁড়া ভালো করতে:
নিমপাতা গুঁড়ো করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন এবং কানে ব্যবহার করুন | এতে কানপোড়া ভালো হয়ে যাবে |এর জন্য মাত্র কয়েক ফোটাই যথেষ্ট

🌐রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে:
নিমপাতা চূর্ন করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

🌐দাঁত পরিষ্কারে:
নিমের ডাল এবং বাকল দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ঝকঝকে সাদা হয় এবং মাড়ি ফোলা,দাঁতে ব্যথা এবং দাঁতের পোঁকা দূর হয়

🌐চুলের যত্নে|:
নিমের তেল মাথার ত্বক ও চুলে হালকা করে ঘষে ঘষে লাগিয়ে দেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে চুল পড়া বন্ধ হয়ে যাবে এছাড়া খুশকিও দূর হবে

🌐ক্ষত নিরাময়:
নিমপাতা বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত বা কীটপতঙ্গের কামড়ে সৃষ্ট ক্ষততে লাগালে তা দ্রুত ভালো হয়ে যায়‌‌‌

লেখার মধ্যে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

Post a Comment

Previous Post Next Post