this is a story book
বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না।স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে।একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল,হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি।তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি।মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা হয়ে গেলেন।ইমাম সাহেব ঘরে ফিরলে, তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন-তুমি রাজি হয়ে যাও।তবে একটা শর্তে তা হলো যদি যুবক একটানা 40 দিন জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে।তবে তুমি রাজি হবে।পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল-আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি?মহিলা বললেন,একটি শর্ত আছে।যদি তুমি শর্ত পূরণ করতে পার তবে আমি রাজি।তখন যুবক বলল কি শর্ত?মহিলা বলল,শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের শহীত জামায়াতে সালাত আদায় করতে হবে।মাস্তান বলল এটা তো সহজ শর্ত।কঠিন শর্ত দিলও আমি রাজি হতাম।যুবক পরদিনও সকালে সুন্দর পোশাক পড়ে সালাত আদায় করতে আসলো।ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন-হে আল্লাহ এক পথহারা যুবককে আমি তোমার দরবারে এনেছি,এখন পথপ্রদর্শনের মালিক তুমি।শর্ত মোতাবেক মাস্তান যুবক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে।ফজরের পরে যোহরের জন্য অপেক্ষা করে,জোহরের পরে আসর,আসরের পর মাগরিবের,মাগরিবের পর এশা।কোনো বিরতি নেই।অতঃপর এভাবে যে দিন একটানা 40 দিন পার হলো,সেদিন যুবক ইমাম সাহেবকে জরিয়ে ধরে জোরে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন।আমি অন্ধকারে ছিলাম আল্লাহপাক আমাকে আলোর পথ প্রদান করেছেন।আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন।আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন।
তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন-
হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণার পথ দান কর তুমিই মহাদাতা অসীম করুনার আধার।(সূরা আল ইমরান আয়াত 8)
"
যথাযথ ভাবে সালাত আদায় কর নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে"
আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ তোমরা যা কর আল্লাহ তার সম্পর্কে অবগত।(সূরা আনকাবুত;আয়াত- 45)
কাজ করতেও সংযমী হতে হবে।তোমরা পরস্পরকে সাহায্য কবে পাবো শুধু তার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য কর না আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা

Post a Comment

Previous Post Next Post