hide folders
আমরা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কিছু Personal Folder থেকে থাকে।আমরা চাই আমাদের এই Personal Folder যেন অন্যেনা না দেখে।তার জন্য আমরা বিভিন্ন ধরনের Locker Software ব্যবহার করে থাকি। কিন্তু Locker Software থাকলে একটু অসুবিধা হচ্ছে যে কেউ Software টি দেখে বুঝে যায় এটার মধ্যে নিশ্চয় কোন গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত কিছু রয়েছে।
আজ আমরা দেখব কিভাবে Windows Command Prompt(cmd) এর সাহায্যে কম্পিউটারের যেকোন Personal Folder Hide করবো। Windows Command Prompt একটি secure system।এর মাধ্যমে আপনি যদি ফোল্ডার হাইড করেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোন Folder Hide করা হয়েছে।

চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যায়।
♣️Hide করবেন যেভাবেঃ
1.আপনি যে ফোল্ডারটি Hide করতে চাচ্ছেন সেটি Open করুন।
2.ফোল্ডার এর Browser লিংকে ক্লিক করুন এবং cmd লিখে এন্টার দিন।
3.cmd লিখে এন্টার দিলে cmd বা Windows Command Prompt এর পেজটি Open হবে। এখন টাইপ করুন
attrib<>+h<>+s<>+r<>folder name
4.এবার এন্টার দিন এবং পেজটি রিফ্রেশ করুন।দেখবেন আপনার ফোল্ডারটি Hide হয়ে গেছে।
5.এখন যদি আপনি আবার আপনার ফোল্ডারটি দেখতে চান তাহলে আবার Folderএর Browser লিংকে cmd লিখে এন্টার দিন।
এখন আবার টাইপ করুন-
attrib<>-h<>-s<>-r<>folder name
6.এবার এন্টার দিন এবং পুনরায় পেজটি Refresh করুন।দেখবেন আপনার ফোল্ডারটি আবার Show করছে।

Attention Please:
ফোল্ডার Hide করার পূর্বে ফোল্ডারের নামটি অবশ্যই Note Book এ লিখে রাখবেন কিংবা ফোল্ডারটি এমন একটি নাম দিবেন যা আপনার সব সময় মনে থাকবে কারণ আপনি যদি ফোল্ডারটির নাম ভুলে যান কিংবা নামের বানান ভুলে যান তাহলে আর কখনো আপনার ফোল্ডারটি ফিরে পাবেন না

পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।

Post a Comment

Previous Post Next Post