আমাদের প্রত্তেকের মোবাইলে কিছু ব্যাক্তিগত অডিও,ভিডিও এবং ছবি থাকে।আমারা সাধারনত এগুলো অন্যদের সাথে Shear করতে চাই না।যার কারনে বিভন্ন ধরনের Apps ব্যাবহার করে থাকি।কিন্তু মোবাইলে এই ধরনের Apps থাকলে অনেকে খারাপ কিছু আছে বলে মনে করে।তাই আমি আপনাদের জন্য এই Tricks টি তৈরি করছি।আমার Tricks অনুসরন করলে কেউ এধরনের খারাপ Comment করবে না।এমনকি আপনি কিছু Hide করেছেন তার চিন্তাও মনে আসবে না।আসুন তাহলে দেখেনি কিভাবে Hide করবো।

★প্রথমে আপনার Mobile এর File Manager Open করুন।

★তারপর নতুন একটি Folder তৈরি করুন।


★Folder এর নাম ইচ্ছে মতো Select করুন।


★আপনি যে সকল ফাইল,ছবি,অডিও এবং ভিডিও Hide করবেন তা  Move করে এই Folder এ আনুন।


★এখন Folder এর নামের পূর্বে একটি Fullstop(.)দিন।


★ এখন দেখবেন আপনার তৈরি করা নতুন Folder টি Hide হয়ে গেছে।
যদি Hide না হয় তাহলে আপনি Setting এ গিয়ে Show Hidden Files এর টিকমার টি উঠিয়ে দিন।


★এখন Gellary তে গিয়ে দেখুন আপনার ছবি,অডিও এবং ভিডিও Show হচ্ছে না।অথ্যাৎ আপনার ছবি এবং ভিডিও Hide হয়ে গেছে।


★ আপনি পুনরায় আপনার Files,Photos,Audieos এবং Videos গুলো দেখত চাইলে Settings এ গিয়ে Show Hidden Files এর টিকমারটি দিয়ে দিন এবং folder এর নাম থেকে Fullstop টি Remove করে দিন।



♣♣প্রয়োজনে নিচের ভিডিওটি দেখুন♣♣


আমার ট্রিকসটি ভালো লাগলে আমার YouTube Channel টি Subscribe  করবেন।এবং আমার পোস্ট এবং ভিডিওটিতে Like,Comment এবং Shear করবেন।

Post a Comment

أحدث أقدم